ট্রাস্ট ব্যাংক ১৬তম সিনিয়র জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতায় সিরাজগঞ্জ ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো দলের অভুতপূর্ব সাফল্য
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো দল আবারও অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে ট্রাস্ট ব্যাংক ১৬তম সিনিয়র জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০১৮ এর ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৬টি তাম্্র পদক নিয়ে ২য় রানারআপ ট্রফি অর্জন করেছে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো দল। ৮ ও ৯ ফেব্রুয়ারী ২ দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো দল কোচ মোঃ বাবুল হোসেন এর হাতে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন মাস্টর জেনারেল অফ সি অর্ডিন্যান্স বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো দলের অবুতপূর্ব সাফল্য অর্জন করায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক এমদাদ ও জেলা তায়কোয়ানডো ক্লাবের সভাপতি গাজী মির্জা ফারুক আহম্মেদ তায়কোয়ানডো দল কে অভিনন্দন জানিয়েছেন।