সিরাজগঞ্জে জাতীয় গ্রন্হাগার দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
মাননীয় প্রধান মন্ত্রী ঘোষণা অনুযায়ী “গ্রন্হাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি “-এই শ্লোগান কে ধারন করে সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জেলা প্রশাসন ও জেলা সরকারি গ্রন্হাগারের আয়োজনে, মঙ্গলবার(৫ ফেব্রয়ারী-২০১৯) সকালে সিরাজগঞ্জ জেলাপ্রশাসকের কার্যালয় সন্মুখ থেকে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা’র
নেতৃত্বে এক বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে, জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে ভিডিও প্রর্দশন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
এতে আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জেলা সরকারি গ্রন্হাগারের জুনিয়ার লাইব্রেরিয়ান হালেমা বেগম।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক বজলুল করীম, জেলা মুক্তিযোদ্ধা পাঠাগারের অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার গাজী সোরহাব আলী, জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষক নূরে আলম হীরা,বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষার্থী, বীর মুক্তি যোদ্ধা জেলা পর্যায়ের কর্মকর্তা,স্কুল লাইব্রেরিয়ান এসোসিয়েশন অব বাংলাদেশ, ল্যাব লাইব্রেরী এসোসিয়েশন অব বাংলাদেশ, বিভিন্ন উপজেলা থেকে বেসরকারি পাঠাগারের সদস্যবৃন্দ, খাজা ইউনুস আলী,বিশ্ববিদ্যালয়ের গ্রন্হাগার ও তথ্য বিজ্ঞানের শিক্ষার্থীরা, স্কাউস সদস্যবৃন্দ, উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্দ পাঠ করেন,সরকারি গ্রন্হাগারের জুনিয়র লাইব্রেরিয়ান হালেমা বেগম।
জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা বলেছেন,যতধরনের দিবস আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ও সর্ব উৎকৃষ্ট দিবস হচ্ছে জাতীয় গ্রন্হাগার দিবস,জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে জাতি গঠনে সুনাগরিক তৈরী করতে জ্ঞান অর্জনের জন্য বই পড়ার তাগিদ দিয়েছেন। তাই সকল বয়সী মানুষকে ভালো বই পড়তে হবে, লাইব্রেরী বা পাঠাগার মুখী হতে হবে।