সিরাজগঞ্জের যমুনাপাড়ে চায়নাবাধ-৩ এর বায়ু বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষের দিকে
- আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
- সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় যমুনা নদীর পশ্চিম পাড়ে ক্রসবার-৩ (চায়নাবাঁধ -৩) ঘেঁষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে বায়ু বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শেষের দিকে । এ মাসেই (ফেব্রুয়ারি-২০১৯) তে এটি চালু করার সম্ভাবনা রয়েছে। ৪৮ কোটি টাকা ব্যয়ে ৮টি টাওয়ারের মাধ্যমে এ বিদ্যুৎকেন্দ্র থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ ছাড়া এটি বিদ্যুতের ঘাটতি মিটিয়ে আর্থিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা। সিরাজগঞ্জ সদর উপজেলার শৈলাবাড়ি, খোকশাবাড়ি, মালশাপাড়া ও ঠাকুরট্যাক এলাকায় নির্মিত ক্রসবার ৪ টির মধ্যে ৩ নম্বরটি জেলা সদরের মালশাপাড়ায় অবস্থিত। অপরুপদৃশ্য ৩ নম্বর চায়না ক্রসবার বাঁধের পশ্চিম কোল ঘেঁষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বাতাসে ৮টি ঘূর্ণন টারবাইনযুক্ত বিদ্যুতের এ প্রকল্পটির কাজ দেশীয় প্যান এশিয়া পাওয়ার সার্ভিস এবং চায়নার হ্যাঙ্ক ফ্যাঙ্ক উইন্ড এনার্জি জেনারেশন কোম্পানি যৌথভাবে করছে। এক বছর ধরে এ প্রকল্পের নির্মাণ কাজ চলছে। ৪২ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি গত বছরের জানুয়ারিতে শুরু হয়। এক বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও বন্যার কারণে নির্মাণ কাজে বিঘ্ন ঘটে। চুক্তি অনুযায়ী এ বছরের (ফেব্রুয়ারি -২০১৯) এ মাসে এটি চালু করার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বায়ু বিদ্যুৎকেন্দ্রের ৭টি ঘূর্ণন টারবাইন ভূমি থেকে উপরে দাঁড়িয়ে গেছে। জাতীয় গ্রিডে প্রায় দুই থেকে আড়াই মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনায় এটি নির্মিত হচ্ছে। এ লক্ষ্যে ক্রসবার বাঁধ থেকে দুই কিলোমিটার পশ্চিমে নেসকোর পুঠিয়াবাড়ী সাবস্টেশন পর্যন্ত বিদ্যুৎ লাইন টানানোর কাজও চলছে দ্রুুত গতিতে। প্রধানমন্ত্রীর দপ্তর ও বিদ্যুৎ বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি পাইলট এ প্রকল্পটি পরিদর্শন করে গেছে। কুতুবদিয়া, ফেনী ও সিরাজগঞ্জ জেলায় ৪টি পাইলট প্রকল্পের সুফল দেখার পর দেশের বিভিন্ন নদ-নদীর পাড়ে পর্যায়ক্রমে এ ধরনের আরও প্রকল্প বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ ওই দলটির প্রতিনিধিত্ব করেন। তিনি নিজেই গণমাধ্যম কর্মীদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেছেন। প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুর রহমান বলেন, এক সমীক্ষায় দেখা যায়, ২০০৫ সালে চীনে এ ধরনের প্রকল্প শুরু হয়। এ ধরনের প্রকল্প থেকে এক লাখ ৭০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বছরে চায়নার জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। ভারতেও বায়ুবিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বছরে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এ ধরনের প্রকল্প নবায়নযোগ্য জ্বালানির উৎস, তাই খুবই লাভজনক। দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে সবগুলো নদ-নদীর পাশে সরকারিভাবে এ ধরনের বায়ুবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে ।