শিয়ালের জন্য পাতা ফাঁদে ধরা পড়ল বনবিড়াল
নিউজ ডেস্ক থেকে ঃ
শিয়ালের জন্য পাতা ফাঁদে ধরা পড়েছে বিরল প্রজাতির বনবিড়াল। বৃহস্পতিবার সকালে নগরীর হাজারীবাগ এলাকায় এটি ধরা পড়ে। পার্শ্ববর্তী দলদলি চা বাগান থেকে শেয়াল লোকালয়ে প্রবেশ করে হাঁস-মুরগি খেয়ে যায়। যে কারণে শিয়ালের আক্রমণ থেকে হাঁস-মুরগি রক্ষায় নেয়ামত আলী নামের স্থানীয় এক বাসিন্দা বুধবার রাতে এ ফাঁদ পেতে ছিলেন। ওই পাতা ফাঁদে বনবিড়ালটি আটকা পড়লে তিনি বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা আবু তাহের ঘটনাস্থল থেকে প্রাণীটিকে উদ্ধার করে টিলাগড়ে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে যান। সেখানে বনবিড়ালটি প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে সেটিকে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।