সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পূর্ণ্য প্যানেল বিজয়ী

স্টাফ রিপোর্টার ঃ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পূর্ণ্য প্যানেল বিজয়ী হয়েছেন। সভাপতি হিসেবে এ্যাডভোকেট এস.এম আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক হিসেবে এ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সংগঠনের বর্তমান সভাপতি মীর রুহুল আমীন বাবু। রুহুল আমীন বাবু বলেন, নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পূর্ণ্য প্যানেল বিজয়ী হয়েছেন। অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আবুল কাশেম মিয়া ও লুৎফর রহমান, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, গ্রন্থাগার সম্পাদক কল্যানী রানী মজুমদার, সহ-গ্রন্থাগার সম্পাদক উত্তম কুমার সুর (রায়), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম (মুকুল), কোষাধ্যক্ষ শাহ আলম, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহ-হিসাব নিরীক্ষক মোস্তাফিজুর রহমান সবুজ। কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব আব্দুর রউফ (রাজা), হেদায়েতুল ইসলাম, আলহাজ্ব নুর হোসেন মোল্লা, এস.এম আলী আশরাফ (বাবু), কায়ছার আহম্মেদ (লিটন) ও মাহবুব-এ-খোদা (টুটুল)। এর আগে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি হলরুমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।