সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বায়ু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন প্রধান মন্ত্রীর দফতরের প্রিন্সিপাল কো -অর্ডিনেটর

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল কো অর্ডিনেটর (এসডিজিএস) মোঃ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি-২০১৯) সন্ধ্যায় যমুনাতীরে অবস্হিত সিরাজগঞ্জ ক্রসবার নং-৩ বাধে নির্মিতব্য ২ মেঘা ওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি ও অর্থনৈতিক জোন পরিদর্শন করেন। তিনি সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সিপাল কো অর্ডিনেটর (এসডিজিএস) মোঃ আবুল কালাম আজাদ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজ সন্তোষ জনক ভাবে এগিয়ে চলছে আগামী মাসের মধ্যেই আমরা উৎপাদনে যাওয়ার জন্যে আশা প্রকাশ করছি। এসময় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিটেড (এনডাব্লিউপিজিসিএল) এর সিও মোঃ খোরশেদ আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান প্রকৌশলী খালিদ মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইফতেখার উদ্দিন শামীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী মোঃ ফজলুর রহমানসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।