রায়গঞ্জ অফিসার্স ক্লাবের পূনঃরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কামরুল আহসান
রায়গঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য রবিবার দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিলের সময় নির্ধারিত ছিল। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল আহসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুল আহসান ছাড়া অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ না করে তাকে সমর্থন করলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুন:রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, রায়গঞ্জ অফিসার্স ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি সাধারণ সম্পাদক পদ ব্যতীত ১৬টি পদে প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ জানুয়ারী-২০১৯ দুপুর ১টা পর্যন্ত কথা থাকলেও ঐ পদে কেই মনোনয়ন উত্তোলন না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুন:রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।