সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নির্মাণ শ্রমিক হত্যায় গ্রেফতার ১জন

স্টাফরিপোর্টার ঃ

সিরাজগঞ্জে নির্মাণশ্রমিক আব্দুল আওয়াল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহর আলী ঘোতনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহর আলী সদর উপজেলার শিয়ালকোল গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত আব্দুল আওয়ালের স্ত্রী চায়না খাতুন বাদী! আটজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন বলেন, ৩০ ডিসেম্বর নিখোঁজ হন আওয়াল। ১৫ দিন পর সোমবার দুপুরে ইছামতি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। গভীর রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মহর আলীকে গ্রেফতার করা হয়।