শাহজাদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নুরুল ইসলামের ইন্তেকাল
শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও শাহ্ মখদম ড্রিগী কলেজ ( মওলানা সাইফ উদ্দিন ডিগ্রী কলেজ) এর সাবেক অধ্যক্ষ নুরুল ইসলাম (৮৮) গত শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎস্বাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যকালে স্ত্রী ,এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুন্রগাহী রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাযা নামাজ শেষে বিসিক বাস্ট্যান্ড কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র নাসির উদ্দন, প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টুসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।