উল্লাপাড়া

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক এমপি এম.আকবর আলী কারাগারে

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

নাশকতার ৬টি মামলায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম. আকবর আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়। কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার বোরহান কবীর এতথ্য নিশ্চিত করেছেন। আদালত সুত্রে জানাযায়, ট্রেনে অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার ১৩ টি মামলায় বুধবার দুপুরে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্নসমর্পন করে জামিনের আবেদন করেন। দুটি আদালত তাকে ৭টি মামলায় জামিন দিলেও ৬টি মামলায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করা হয়।