উল্লাপাড়ায় সাইকেল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রের আত্নহত্যা।
উল্লা পাড়া প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্র আত্নহত্যা করেছে। তার নাম ম নাঈম হোসেন।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার নাঈম ব্যবসায়ী আব্দুল লতিফ ও গৃহবধু সেলিনা খাতুনের একমাত্র ছেলে। সে উপজেলা প্রশাসন পরিচালিত সানফ্লাওয়ার স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
আত্মহত্যার বিষয়ে নাঈমের মা সেলিনা খাতুন জানান, নাঈম বেশ কিছুদিন ধরে একটি বাইসাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করে। কিন্তু আপাততঃ তাকে সাইকেল কিনে না দেওয়া কথা জানায়। আর এতে অভিমান করে সোমবার দুপুরে তার নিজ ঘরে ধরনার সঙ্গে মায়ের ওড়নায় ঝুলিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক জানান, নাঈম ক্লাসের ৩য় বালক ছিল। সে মেধাবী ছিল। তার মৃত্যুর খবরে স্কুলে শোকের ছায়া নেমে আসে। সহপাঠীরা চোখের জল ফেলে নাঈমের জন্য।
উল্লাপাড়া মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তদন্ত শেষে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।