সিরাজগঞ্জের বেলকুচিতে ফেসবুক থেকে সংগৃহীত অর্থে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
প্রতি বছরের ন্যায় এবারও ফেসবুকের সংগৃহীত অর্থে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরাঞ্চলসহ বিভিন্নস্থানের ৪ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সমাজকর্মী মামুন বিশ্বাস।
শুক্রবার সকালে বেলকুচি উপজেলার মুকুন্দগাতীস্থ সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ শতাধিক শীতার্ত প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, অসহায়-হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ অরুনাংশু মন্ডল, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের বেলকুচি শাখা ব্যবস্থাপক আইয়ুর, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আহাম্মেদ, মানবাধিকার কর্মী রুকসানা ইসলাস জয়া, সাংবাদিক এমএ মুছা, উজ্জল অধিকারী, সবুজ সরকার, সমাজসেবক আব্দুর রহিম তোতা, আরাফাত ইসলাম আলিফ, সবুজ আহম্মেদ প্রমুখ।
এর আগে চৌহালী, এনায়েতপুর ও শাহাজাদপুরে দুই হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাংবাদিক ও সমাজসেবক মামুন বিশ্বাস।
শীতার্তরা কম্বল পেয়ে স্মিত হাসি ফুটে ওঠে অসহায়দের মুখে, তারা আয়োজকদের জন্য প্রাণ খুলে দোয়া করেন।