উল্লাপাড়া

উল্লাপাড়া মডেল থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় উল্লাপাড়া মডেল থানার সভাকক্ষে মতবিনিময়কালে নবাগত ওসি বলেন, উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে। থানার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং যেকোনো অভিযোগ দ্রুত ও ন্যায়সঙ্গতভাবে নিষ্পত্তির আশ্বাস দেন তিনি।

সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং ও সড়ক নিরাপত্তাসহ নানা বিষয় তুলে ধরেন। নবাগত ওসি সাংবাদিকদের প্রস্তাব ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উল্লাপাড়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১০/০১/২০২৬