উল্লাপাড়া

উল্লাপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

উল্লাপাড়া প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় উল্লাপাড়ায় দোয়া মাহফিল, কুরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ।
সোমবার দুপরে উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মহুরুম শরাফত আলীর ঝিকড়াস্থ বাসভবনে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৪ আসনে এমপি মনোনয়ন প্রত্যাশি আজাদ হোসেন আজাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে
স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং জেলা স্বেচ্ছাসেক ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

উক্ত অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, জেলা যুবদলের সদস্য একরামুল হক ওয়ারেস, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সাবেক পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, যুবদল নেতা আ. মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া- মাহফিল শুরুর আগে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব দান কারির এই মুহুর্তে তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ ।


মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০১/১২/২০২৫