দৈনিক করতোয়ার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় নজরুল ইসলামকে সংবর্ধনা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
দৈনিক করতোয়া পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় উল্লাপাড়ার সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিক নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ঝিকড়ার আইডিয়াল স্কুল প্রঙ্গনে ওই সংবর্ধনা দেয়া হয় ।
ওই অনুষ্ঠানের সভাপতি দৈনিক সমকাল পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি কল্যান ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি রাজশাহী মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামিম হাসান ও অন্যান বক্তারা বলেন, একটি অঞ্চলের উন্নয়ন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজকে সঠিক তথ্য প্রদান এসবই নির্ভর করে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর। তাই নবীন রিপোর্টারদের সঠিক দিকনির্দেশনা দিতে প্রবীণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার স্বচ্ছতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতি মানতে সকলকে একযোগে কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যই পারে একটি সৎ, স্বচ্ছ ও উন্নত দেশ গড়ে তুলতে। সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠতায় অটল থাকে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে সমাজ রাষ্ট্র আরও এগিয়ে যাবে।
সম্মানিত অতিথিরা বলেন, নজরুল ইসলামের দীর্ঘদিনের নিষ্ঠা, বস্তুনিষ্ঠ কাজ এবং মাঠপর্যায়ের অনুসন্ধানী রিপোর্টিং তাঁকে এই সম্মাননা এনে দিয়েছে। তাঁর অর্জন উল্লাপাড়ার সাংবাদিক সমাজের জন্যও গর্বের।
সংবর্ধনা গ্রহণ করে সাংবাদিক নজরুল ইসলাম বলেন, এ সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। উল্লাপড়ার মানুষের কথা, সমস্যার কথা এবং উন্নয়নচিত্র তুলে ধরতে আমি সবসময় কাজ করেছি, সামনে আরও করে যাব।
অনুষ্ঠানে আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি এ আর জাহাঙ্গীর, দৈনিক আমাদের সময় পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আব্দুস ছাত্তার, দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাহেব আলী, সপ্তাহিক জনতার সংগ্রাম সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, দৌনিক মানবজমিন পত্রিকার উপজোলা প্রতিনিধি রাজি আহম্মেদ সাহান, দৈনিক ভরের ডাক পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান বাবলু, দৈনিক সংগ্রাম পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক শ্যামল ববাংলার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি তুহওনন আলম ও এশিয়া টিভি’র উপজেলা প্রতিনিধি আল- আমিন ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু , দৈনিক ভোরের ডাক সলঙ্গা প্রতিনিধি বাবু শংকর কুমার রায়, দৈনিক নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি জাকিরুল হাসান জিন্না, মুভি বাংলা টিভি উপজেলা প্রতিনিধি আল মাহমুদ, দৈনিক রুপালি বাংলাদেশ উপজেলা প্রতিনিধি আবু বক্কার সিদ্দিক বাবু, দৈনিক জয় সাগর স্টাফ রিপোর্টার আব্দুল জলিল, রাজধানী টিভি উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, অনলাইন দৈনিক গ্লোভাল ভিশন প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক জয় সাগর উপজেলা প্রতিনিধি এনামুল হক, দৈনিক সকালের সময় কাইয়ুম মাহমুদ সহ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও তরুণ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংর্বধনা অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করে রিমঝিম কচি কাচা মেলার শিল্পীবৃন্দু।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৯/১১/২০২৫
