বেলকুচি পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করা হয়েছে।
২রা নভেম্বর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার আয়োজনে পৌর কার্যালয় প্রাঙ্গনে অত্যাধুনিক প্রযুক্তিতে আধুনিক উন্নতমানের যন্ত্রপাতির সঠিক ব্যবহার সংযোজনের মাধ্যমে সার্বিক পরিক্ষা নিরিক্ষা করে এই পানি সরবরাহ ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়।
পানি সরবরাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ হুমায়ুন কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, পৌর সভার নির্বাহী অফিসার লুৎফর রহমান, পৌর সভার প্রকৌশলী অফিসার মনিরুজ্জামান মনির হোসেন, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম সহ পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
