উল্লাপাড়ায় একই বিজয় র্যালীতে বিএনপি ও জামায়াত নেতারা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিরাজগঞ্জ ডিসি ফুটবল গোল্ডকাপ খেলায় উল্লাপাড়া উপজেলা ফুটবল টিম জেলা চ্যাম্পিয়ন হওয়ায় একই বিজয় আনন্দ র্যালীতে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা ।
গত ৪ অক্টোবর জেলা স্টেডিয়ামে ডিসি ফুটবল গোল্ডকাপ খেলায় উল্লাপাড়া উপজেলা ফুটবল টিম জেলা চ্যাম্পিয়ান হওয়ায় উপজেলা প্রশাসন বিজয় আনন্দ র্যালির আয়োজন করেন । এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত দলীয় শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানান । জামায়াত ও বিএনপির শীর্ষ নেতারা একত্রিত হয়ে এতে অংশ নেন । একই বিজয় র্যালীতে বিএনপির শীর্ষ নেতাদের একসঙ্গে দেখে উল্লাপাড়া বাসী ও রাজনৈতিক দলসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে । স্থানীয় বিএনপির নেতৃবৃন্দর মধ্যে ভুল বুঝাবুঝির অবসানেের আশার আলো দেখতে পাচ্ছেন ।
এ বিজয় আনন্দ র্যালিতে অংশ নেয়া শীর্ষ নেতারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলী, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন, বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহজাহান আলী, বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর সদস্য সচিব খাঁন সাঈদ হাসান ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৭/১০/২০২৫