উল্লাপাড়ায় নবজাতক কন্যা শিশু উদ্ধার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে ।
জানা গেছে গতকাল রাত ২ টার দিকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালের সামনে থেকে শিশুটি উদ্ধার করা হয়। কে বা কারা শিশুটিকে জন্মর পর কেয়ার হাসপাতালের সামনে রেখে পালিয়ে যায়। শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় পথযাত্রীরা উপজেলা প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন থেকে সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনাস্থলে এসে নবজাতক শিশুটিকে উদ্ধার করে কেয়ার হাসপাতালের হেফাজতে রেখে দেন। বর্তমানে শিশুটিকে কেয়ার হাসপাতালে সুস্থ আছে । এ বিষয়টি নিয়ে মানুষদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার চলছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৭/১০/২০২৫