চলাচলে চরম দুর্ভোগ উল্লাপাড়ায় গ্রামীণ পাকা সড়ক ঘেঁষে পুকুর খনন করায় সড়কে ধ্বস
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারী বিধি নিষেধ অমান্য করে গ্রামীণ সড়কগুলো ঘেঁষে পুকুর খনন করায় এলজিইডির নির্মীত পাকা সড়ক ধ্বসে পড়ে ব্যাপক ক্ষতি হচ্ছে । এ অবস্থায় ক্ষতিগ্রস্থ সড়কগুলো দিয়ে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের ।
উল্লাপাড়া উপজেলায় শহর হতে গ্রাম, গ্রাম থেকে গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে লক্ষে বিগত কয়েক বছরে এলজিইডি থেকে গ্রামীণ কাঁচা সড়ক গুলো পাকা করণ করা হয়েছে । পুরানো কিছু ক্ষতিগ্রস্ত পাকা সড়ক গুলো মেরামত করাও হয়েছে । পর্যায়ক্রমে গ্রামীণ বাকী কাঁচা সড়ক গুলোও পাকা করণ করা হবে বলে উপজেলা এলজিইডি অফিস থেকে জানানো হয়েছে ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ইউনিয়ন থেকে ইউনিয়ন, গ্রাম থেকে গ্রাম গুলোর মধ্যে কাঁচা সড়ক নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে দেয় । সেই কাঁচা সড়ক গুলো উপজলা স্থানীয় সরকার অধিদপ্তর(এলজিইডি) থেকে পাকা করণ করা হয়েছে । ওই পাকা সড়ক গুলো ঘেঁষে সরকারী বিধি নিষেধ অমান্য করে ব্যক্তিমালকানায় অসংখ্য ছোটো-বড় পুকুর খনন করা হয়েছে ।
শষ্য ভান্ডার বলে খ্যাত রামকৃষ্ণপুর, বাঙ্গালা , সলঙ্গা ,পূর্ণিমাগাতী ইউনিয়ন এলাকায় এলজিইডির পাকা সড়ক ঘেঁষে বেশী সংখ্যক পুকুর খনন করা হয়েছে এবং সড়ক গুলোকে পুকুরের পাড় বা চালা হিসেবে ব্যবহার করা হচ্ছে । বিগত সরকারে শেষ ৩ বছরে সাবেক দুই চেয়ারম্যান মামা-ভাগ্নার দাপটে পুকুর গুলো খনন করা হয়েছে বলে ওই সময় অভিযোগ উঠেছিল । পুকুর খননে পাশের জমিগুলোতে জলাবদ্ধতার কারণে এখন আর ফসল উৎপাদন হয় না । তবে পুকুরের পাড়ের ক্ষতিগ্রস্থ সড়ক গুলো রক্ষায় লাখ লাখ টাকা খরচ করে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছে । তার পরেও বেশীর ভাগ গাইড ওয়াল পুকুরে ধ্বসে গেছে ।
এলজিইডি ও একাধিক সুত্রে জানা যায় ইমারত নির্মাণ বিধি মালা ১৯৯৬ এর ধারা ২৮ মোতাবেক সরকারী সড়কের স্লোব থেকে কমপক্ষে ১০ ফুট দূরত্বে পুকুর কিংবা জলাশয়ের পাড় বা চালা বেধ্যে তার পরে পুকুর বা জলাশয় খনন করতে হবে । সরকারী এ বিধান অমান্য করে পাকা সড়ককে পাড় বা চালা হিসেবে ব্যবহার করে পুকুর খনন করা হয়েছে ।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সলঙ্গা ইউনিয়নের বনবাড়িয়া-তাড়াশ পাকা সড়কের কয়েক জায়গার গাইড ওয়াল ধ্বসে পুকুরে পড়েছে । আঙ্গারু সড়কের একই অবস্থা । পূর্ণিমাগাতীঁ ইউনিয়নের ধামাইলকান্দি সড়ক, রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ সড়ক, দবিরগঞ্জ সড়ক, বাঙ্গালা ইউনিয়নের ধরইল সড়ক, কালিকাপুর সড়ক ঘেঁষে পুকুর গুলোর বিভিন্ন জায়গায় পাকা সড়ক ধ্বসে গেছে । বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামাড়া-দবিরগঞ্জ সড়কের বিভিন্ন জায়গায় ধ্বসে যাওয়ার উপক্রম হয়েছে । সলঙ্গা ইউনিয়নের গোজা সড়কের বেশ কিছু অংশ পুকুরে ধ্বসে গেছে। এলাকার লোকজন বলেন সড়কের পাশের জলাশয়টি থেকে গত বছর গভীর করে মাটি কাটা হয়েছে। উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা পাকা সড়কের ছোটো বাখুয়ায় পাকা সড়ক ভেঙ্গে পুকুরে ধ্বসে গেছে ।
এ বিষয়ে বনবাঠিয়ার বাবুল মন্ডল বলেন ধানের চেয়ে মাছ চাষে লাভ বেশী । তাই কৃষক সড়ক ঘেঁষে ধানের জমিতে পুকুর খনন করে মাছ চাষ করে লাভবান হচ্ছেন । এতে সড়ক কি হলো সেটা তাদের বিষয় নয় ?
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এম শহিদুল্লাহ বলেন সরকারী বিধি মোতাবেক সড়কের স্লোব থেকে কমপক্ষে ১০ ফুট জায়গা রেখে এবং এর পর নিজের জায়গায় পাড় বা চালা বেধে পুকুর খনন করতে হবে। আর এতে সড়কের কোনো ক্ষতি হয় না । কিন্তু তারা সড়ককেই পাড় বা চালা ধরে পুকুর খনন করে ফলে বৃষ্টি হলেই সড়ক পুকুরের মধ্যে ধ্বসে পড়ে । অচিরেই এর তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৮/০৯/২০২৫