উল্লাপাড়ায় শ্রেণী কক্ষে প্রচন্ড গরমে ৫শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্রেণী কক্ষে ক্লাস চলাকালীন সময়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ৫ শিক্ষার্থী প্রচন্ড গরমে অজ্ঞান হয়ে পড়ে । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা কাজী সইদুর রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ।
উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা কাজী সাইদুর রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বেলা সাড়ে ১২ টার দিকে হঠাৎ করে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ৫ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন সময় অজ্ঞান হয়ে পড়ে যায় ।
এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরা দ্রুত এসে অসুস্থ শিক্ষার্থীদের মাথায় পানি ঢালাসহ অন্যান্য সেবা দিতে থাকেন । তাদের এই অবস্থা দেখে সকল ক্লাসের শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাসের মধ্যে আতঙ্কে ছোটাছুটি করতে থাকে ।
ঘটনাটির সত্যতা স্বীকার করে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার আহবায়ক ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম বলেন বেলা সাড়ে ১২ টার দিকে স্কুলে ক্লাস চলাকালীন সময় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী কক্ষে ৫ শিক্ষার্থী প্রচন্ড গরমে অজ্ঞান হয়ে পড়ে । দ্রুত তাদের সেবাশুশ্রূষা করে সুস্থ করা হয়েছে । সব শিক্ষার্থীই বর্তমানে ভালো আছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৪/০৭/২০২৫