বেলকুচি

বেলকুচিতে এক বৃদ্ধর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ

রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ১নং সদর ইউনিয়ন উত্তর দেলুয়া গ্রামে আলতাফ হোসেন (৬৮) নামে এক বৃদ্ধ রাতের আধারে তার নিজ বাড়িতে আম গাছের ডালের সাথে গলায় দড়ি পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
১৪ই জুলাই সোমবার রাত আনুমানিক ২ টার সময় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
মৃত আলতাফ হোসেন উত্তর দেলুয়া গ্রামের মৃত বানিছ মোল্লার ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মৃত আলতাফ হোসেনের ১ ছেলে ৩ মেয়ে, মেয়ে ৩ টি গ্রামবাসীর সহযোগিতায় বিয়ে হয়েছে আর ছেলেটি ৬ মাস আগে মৃত্যু বরণ করেছে। সে দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভূগতে ছিল, সংসারে অভাব অনাটন থাকায় উপযুক্ত চিকিৎসা নিতে পারতো না, এজন্য পেটের ব্যাথা উঠলে সে ছোটা খাইতো এতে নাকি পেটের ব্যাথা নিরাময় হতো, প্রতিদিনের ন্যায় রাতে ভাত খাওয়ার পর স্ত্রী আলেয়া বেগমের সাথে ঘুমিয়ে পরে আলতাফ হোসেন, কিন্তু রাত ১টার পর বিছায় তাকে না পেয়ে অনেক খোজাখুজির পর তাকে আম গাছের ডালের সাথে ফাঁসি অবস্থায় দেখতে পায় স্ত্রী আলেয়া বেগম, পরে গ্রামবাসীর সহযোগিতায় তাকে ঝুলানো অবস্থা থেকে নামিয়ে পুলিশকে ফোন দিয়ে অবগত করা হয়।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, আলতাফ হোসেন নামে এক বৃদ্ধ ফাঁসি নিয়ে আত্মহত্যার বিষয়ে ফোনে খবর পাই, পরে সেখানে পুলিশ ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।