উল্লাপাড়া

ঝরা পাতা নিয়ে মারপিট একজন নিহত, ঘর বাড়ি ভাংচুর-লুটপাট

উল্লাপাড়া প্রতিনিধিঃ

ঝড়ে পড়া গাছের পাতা নিয়ে সৃষ্ট সংঘর্ষে আজিজুর রহমান (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন । এ খবর ছড়িয়ে পড়ায় ক্ষুদ্ধ লোকজন মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের দাদপুর গ্রামে হাজী আশরাফ আলীর বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মৃত আজিজুর রহমান এই গ্রামের শামছুল ইসলামের ছেলে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সপ মারা যায় ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শামছুল ইসলামের বাড়িতে পূর্বের রাতের ঝড়ে পড়া পাতা ঝার দেয়া নিয়ে প্রতিবেশী হাজী আশরাফ আলী’র পরিবারের সঙ্গে শামছুল ইসলামের পরিবারের গোলযোগ হয়। এক পযার্য়ে তার (আশরাফ) ছেলে নুর মোহাম্মাদ ও নুর আলম শামছুল ইসলামের ছেলে আজিজুর রহমানকে বেধড়ক মারপিট করে। ঘটনার পরই গুরুতর আহত অবস্থায় আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার আজিজুর হাসপাতালে মারা যান। এই খবর উক্ত গ্রামে পৌঁছালে আজিজুরের লোকজন ক্ষুব্ধ হয়ে হাজী আশরাফ আলীর বাড়ি আক্রমন করে। তারা ঘরের দরজা জানালা ভেঙ্গে ফেলে। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। এসময় কিছু জিনিসপত্রও লুটপাট হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে আজিজুরের মৃত্যুর খবর পাবার পর হামলার শিকার হাজী আশরাফ আলীর বাড়ির লোকজন সবাই পালিয়ে যায়। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।


মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০৯/০৪/২০২৫