সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে শহিদ এম. মনসুর আলী (পৌর অডিটোরিয়াম) অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুনতাসীর হাসান মেহেদীর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য মো. মাশরাফি সরকার, নিটর হাসপাতালের ছাত্র প্রতিনিধি মো. রিফাত লোদি, শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি ইমরান হাসান, এবং সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালমান জোয়ার্দারসহ জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
সভায় বক্তারা পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গত ১৬ বছরের শাসনামলকে স্বৈরাচারী, খুনি,গুমকারী, লুটপাটকারী উল্লেখ করে আলোচনা করা হয় । পতিত স্বৈরাচার আওয়ামীলীগ সরকার আমলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সিরাজগঞ্জ জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বর্তমান অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে যারা আহত ও নিহত করেছে, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তারা এও দাবি করেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের প্রতি সাহায্যের প্রতিশ্রুতি পূরণ না হওয়া এবং স্বৈরশাসনের দোসরদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন দেওয়া যাবে না।সভা শেষে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।