রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপী অরিয়েন্টেশন সভা শুরু
মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড”। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপি ওরিয়েন্টশন সভা চলমান রয়েছে।
২১ অক্টোবর সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজারহাট অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ অরিয়েন্টেশন সভা চলছে।
শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে তিন দিন ব্যাপী ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুল হক।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খতিব মোঃ তাজুল ইসলাম,দিঘলটারী জামে মসজিদ, রাজারহাট। পুরোহিত- শ্রী গণেশ চন্দ্র বর্মণ, শিতলীপাঠ মন্দির নাজিমখান, রাজারহাট সহ আরো অনেকে।
আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর আপেল মাহামুদ, মিনহাজুল ইসলাম ও সাইদুল হক। অনুষ্ঠানে ৭টি ইউনিয়ন ১৮ জন ইমাম ও ২জন পুরোহিত অংশ গ্রহণ করেন।
মোঃ বুলবুল ইসলাম
কুড়িগ্রাম