কাজিপুরে বন্দোবস্ত নেওয়া জমির ফসল মাটিতে গুড়িয়ে দেওয়ার অভিযোগ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের শালদহ গ্রামে ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়া জমির ফসল(মরিচের চারা) মাটিতে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ১৪’অক্টোবর সহকারী কমিশনার ভূমি বরাবর ও কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,১৯৯১’সালে চর শালদহ গ্রামের বিশা শেখ সহ সাত জন ভূমিহীন ব্যক্তিকে কাজিপুর উপজেলাধীন মনসুর নগর ইউনিয়নের শালদহ মৌজার জেএল নং (৫৯),আরএস খতিয়ান নং ১,আরএস দাগ নং (৯০০),মোট ১৪’একর জমি বন্দোবস্ত প্রদান করেন সরকার। বন্দোবস্ত প্রদানের কয়েক বছর পরের উল্লেখিত তফসিলভূক্ত ভূমি যমুনা নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে নতুনভাবে চরাঞ্চল জেগে উঠলে ২০০৫’সালে সরকারি কৃষি খাস জমি চিরস্থায়ী পত্তনের প্রস্তাবপত্র অনুযায়ী জেলা প্রশাসকের তত্ত্বাবধানে স্থানীয় প্রধানদের উপস্থিতিতে উল্লেখিত দাগ সমূহ জরিপ করে ১৪’একর জমি সাতজন ভূমিহীন কৃষককে হস্তান্তর করে দেয়। হস্তান্তরের পর থেকেই পশ্চিম শালগ্রামের বাসিন্দা মৃত আব্দুস সামাদের পুত্র আনোয়ার হোসেন,দৌলত উজ্জামানের পুত্র শফিকুল ইসলাম ও ফরিদ উদ্দিন গংরা বন্দোবস্তকৃত ভূমি জোরপূর্বক দখলের উদ্দেশ্য নানা ধরনের চেষ্টা করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১১’অক্টোবর সকাল ১০’টার দিকে দখলদার আনোয়ার গংরা বর্ণিত জমিতে অনধিকার প্রবেশ করে পাওয়ার ট্রাক্টর দিয়ে হালচাষের মাধ্যমে উক্ত জমিতে রোপণকৃত মরিচের চারাগুলো মাটির সাথে মিশিয়ে দেয়। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করে এঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা কৃষককেরা।
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন গংদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
মনসুর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান,
বিষয়টি নিয়ে দু’এক দিনের মধ্যেই স্থানীয়ভাবে বসে মিমাংসার চেষ্টা করা হবে।
কাজিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার, অভিযোগের বিষয়ে তদন্ত করে পরবর্তীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।