সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ হোসেন আলী (ছোট্ট):
গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ( ২২ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ইবি রোডস্থ ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিএনপির কার্যালয় এসে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস
বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে আছেন। সাধারন ছাত্র জনতাকে যারা পাখির মতো গুলি করেছে। তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের নেতা কর্মীরা রাজপথে থাকবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল রাজপথ ছেড়ে যাবে না। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়েছে। ইনশাআল্লাহ শিঘ্রই তারেক রহমান বীরের বেশে দেশে ফিরে আসবেন।
এসময়ে উপস্থিত ছিলেন সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মো. ছানু, রিমন তালুকদার, বারীক, হেলাল, সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।