কুড়িগ্রামে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টা ব্রিঃ জেঃ অবঃ সাখাওয়াত হোসেন এর পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে জেলা ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত।
১২ জুলাই সোমবার রাত দশটারদিকে জেলা শহরের দাদা মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান -প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র ঘোষপাড়া শাপলা চত্বরে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্যে যুবদল-ছাত্রদলের নেতারা বলেন হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। পতিত সৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছেন তাদের প্রেতাত্মাদের মাধ্যমে। সংখ্যালঘু নির্যাতন ইস্যু বানিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন, এদেশে সংখ্যালঘু বলতে কিছু নাই, হিন্দু, বৌদ্ধ, খৃষ্ঠান, মুসলিম সবাই আমরা বাংলাদেশী।
কুড়িগ্রামে একটি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাসা- বাড়িতে কোনো হামলা হয়নাই, আমরা সারারাত তাদের উপাসনালয়ে পাহারা দিয়েছি। আওয়ামী ষড়যন্ত্রকে আবারও ছাত্র -জনতা প্রতিহত করবে, আজকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সাখাওয়াত হোসেন যে বক্তব্য দিয়েছেন, তা ছাত্র -জনতা মেনে নেবেনা। অবিলম্বে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেন।
সমাবেশ বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান আলী, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহ্সান, সাধারণ সম্পাদক হোসেন জোবায়ের হিমেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ বুলবুল ইসলাম
কুড়িগ্রাম