উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ফসল কেটে বিনষ্টে থানায় অভিযোগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে কৃষকের জমির ফসল কেটে বিনষ্ট করায় ৫ জনের নামে উল্লাপাড়া মডেল থানায় শনিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল করিম সরদার নামের এক কৃষক ।
অভিযুক্তরা হলো – উপজেলার নগর কয়ড়া গ্রামের মৃত ফসির উদ্দিন সরদারের ছেলে মোঃ শহীদ সরদার (৫৫), শহিদ সরদারের ছেলে রফিক (২৫), শহীদ সরদারের স্ত্রী আঙ্গুরা খাতুন (৫০), ইসমাইল হোসেনের স্ত্রী রওশনয়ারা (৪০), রফিক সরদারের স্ত্রী আনোয়ারা খাতুন (২২)।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার কয়ড়া ইউনিয়নের নগর কয়ড়া গ্রামে।
নগর কয়ড়া গ্রামের কৃষক আব্দুল করিম সরদারের দেড় বিঘা জমির পাট, তিল গাছ সহ ৫০টি কাঁঠাল কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।
সরেজমিনে গেলে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল করিম অভিযোগ করে জানান, পুর্ব বিরোধ ও মামলার জের ধরে অভিযুক্ত আসামিরা রাতের অন্ধকারে তার বসত বাড়ির গাছের ৫০ টি কাঁঠাল, দুইটি পাট ক্ষেতের পাট ও তিল ক্ষেতের তিল গাছ কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে । এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে মারপিট করিয়া খুন জখম করে জমিজমা বেদখল দেওয়ার হুমকি দিয়ে চলেছে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
২২/০৬/২০২৪