উল্লাপাড়ায় রাজু-সু-স্টোর থেকে ১২ লাখটাকা ছিনতাই
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে রাজু-সু-স্টোর থেকে প্রায় ১২ লাখ টাকা ছিনতাই, দোকান ভাংচুর ও মালামাল লুট করা হয়েছে ।
শুক্রবার সন্ধ্যায় জনাকীর্ণ দোকানের মধ্যে দোকানদার ও কর্মচারীদের মারধর করে এ টাকা ছিনতাই ও মালামাল লুট করে নেয়া হয় । এ বিষয়ে রাজু-সু-স্টোরের মালিক বাদী হয়ে দোকানের কর্মচারী মোঃ শহিদুল ইসলাম(৫৫)কে এক নং আসামী করে উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের ৮ জনের নামে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
থানার অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দোকানের কর্মচারী আব্দুল মোমিনের সাথে সোহেল ও হাবিবের হাতাহাতি হয় । বিষয়টি উভয় পক্ষের মধ্যে মিমাংসা করে দেয়ার কিছুক্ষণ পর এ ঘটনার জের ধরে সোহেল ও হাবিব আরো অজ্ঞাত কয়েকজন লোক নিয়ে দোকানের মধ্যে ঢুকে দোকান ভাংচুর করে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি করে । পরে জুতা সহ দোকানের ক্যাশ বাকস ভেঙে নগত ১০/১২ লাখ টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৫/০৬/২০২৪