যমুনায় অবৈধভাবে বালু উত্তলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জাকির হোসেন ও মো. তবারক আলী নামের দুই ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এই অর্থদণ্ড দেন।
ইউএনও মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর খাসপুকুরিয়া অংশে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই বালু ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। যমুনা নদীর পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক ও বালু কারবারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। এসময় খাসপুকুরিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারি, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মো. ইমরান হোসেন আপন
চৌহালী সিরাজগঞ্জ
১০-০৬-২৪