উল্লাপাড়ায় ৪টি মাদ্রাসায় পাশ করেনি কোনো শিক্ষার্থী
উল্লাপাড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে চলতি বছরের দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৪টি দাখিল মাদ্রাসা থেকে কোন পরীক্ষার্থী পাস করেনি। মাদ্রাসাগুলো হলো-উপজেলার বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসা, হাজী আহমেদ আলী দাখিল মাদ্রাসা, বগুড়া দাখিল মাদ্রাসা ও এলংজানী দাখিল মাদ্রাসা । এ বছর কোয়ালিবেড় দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয়-১২ জন, হাজী আহমেদ আলী মাদ্রাসা থেকে পরীক্ষা দেয়-১৪ জন, বগুড়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয়-১৫ জন ও এলংজানী দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেয়-১২ জন শিক্ষার্থী ।
এছাড়া উপজেলার খোন্দকার নুরুন্নাহার দাখিল মাদ্রাসা থেকে ১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ জন, উধুনিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ জন এবং হাজী আবেদ আলী মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ জন।
বগুড়া দাখিল মাদ্রাসার সুপার আতিকুর রহমান জানান, তার মাদ্রাসায় প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরা পড়ে। এরা একে বারেই লেখাপড়া করে না।অনেক চেষ্টা করেও এদেরকে ক্লাসে মণোযোগী করা যায়নি।
এলংজানী দাখিল মাদ্রাসার সুপার শাহাদৎ হোসেন জানান, তার প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীরা বছরের বেশিভাগ দিনই ক্লাসে অনুস্থিত ছিল। এদের অভিভাবকদের বার বার বিষয়টি জানলেও তাতে কোন কাজ হয়নি। এখন সবাই ফেল করে মাদ্রাসার দুর্নাম কড়ালো । অন্যান্য মাদ্রাসার সুপারদের সংগে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ,কে,এম শামছুল হক জানান, শতভাগ ফেল করা মাদ্রাসার সুপারদেরকে কারণ দর্শানো হবে। এছাড়া ফেল করার বিষয়টি খতিয়ে দেখে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১২/০৫/২০২৪