সিরাজগঞ্জে ৪ দিন ব্যাপি আয়কর মেলা শুরু।
সিরাজগঞ্জে ৪ দিন ব্যাপি আয়কর মেলা শুরু।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ” উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন”উন্ননের যাব যথাযথ আয়কর দিব”এই শ্লোগান নিয়ে আয়কর অফিস সিরাজগঞ্জ, কর অঞ্চল সার্কেল-৯সিরাজগঞ্জ, বগুড়া অঞ্চলের আয়োজনে ৪ দিন ব্যাপি আয়করমেলা (১৪ হতে১৭ নভেম্বর, ২০১৮) পর্যন্ত মেলা শহরের মালশাপাড়ায় অফিসে অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার সকালে মেলার শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ।
এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ, বগুড়া কর অঞ্চলের সহকারি কর কমিশনার,সার্কেল-৯, তাজ মোহাম্মাদ তরফদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান সিকদার, বিভাগীয় কাস্টমস এক্সসাইজ ভ্যাট
সহকারি কমিশনার বিল্লাল হোসেন, জিল্লুর রহমান, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল ইসলাম,জেলা কর আইনজীবি সভাপতি মুহাঃ নাজমুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের সহকারি কর কমিশনার আবুল কালাম। প্রধান অতিথি বলেন,বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ উন্নত দেশের তালিকা ভূক্ত হয়েছে। দেশের উন্নয়নের ধারা সমুন্নত রাখতে দেশের সরকারি,বেসরকারি,ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সকল জনসাধারনকে আয়কর স্বত:স্ফুতভাবে কর প্রদান করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তপক্ষ আয়কর বিভাগের সকল কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সচেতনার বৃদ্ধির লক্ষ্যে
কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
সমাপনি বক্তব্য সভাপতি বলেন, নতুন প্রজন্মদের নতুন করদাতা সংগ্রের সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই কর মেলার সাফল্যতা বয়ে আনবে। উৎসবমুখর পরিবেশে মেলা উদ্বোধন শেষে নানা নানা পেশাজীবি, নানা বয়সের মানুষ কর প্রদান করেন। মেলায় বেশ কয়েকটি স্টল সাজানো হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন,আয়কর অফিসের কর্মকর্তা সুলতান মাহমুদ।