ঘন কুয়াশায় আসন্ন রয়েছে আকাশ, তিন দিন ধরে সূর্যের মুখ দেখছেন না উল্লাপাড়া বাসী
উল্লাপাড়া প্রতিনিধিঃ
তিন দিন ধরে সূর্যের মুখ দেখছেন না উল্লাপাড়া বাসী, ঘন কুয়াশায় আসন্ন রয়েছে আকাশ । উত্তর থেকে আসা মৃদু শৈত প্রবাহে জেগে বসেছে শীত ।
ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষগুলো আগুন জ্বালিয়ে শীত থেকে রক্ষা পওয়ার চেষ্টা করছে । আর মধ্যবৃত্তরা মোটা জামাকাপড় পরে শীত নিবারনের চেষ্টা করছে ।
এ হাড়কাঁপানো শীত থেকে রক্ষা করতে গৃহপালিত পশুর গায়ে পড়িয়ে দেয়া হচ্ছে পাটের তৈরি মোটা ছালা ।
এ শীতে সবচেয়ে বেশী বিপদে পড়েছে শ্রমজীবী মানুষগুলো । কাকডাকা ভোরে জীবীকার সন্ধ্যানে বের হতে হয় তাদের । মৃদু হাওয়া ও কনকনে শীতের মাঝে কাজ করতে গিয়ে হাত-পা তেসে আসে তাদের ।
রিক্সা চালক কালু মিয়া জানান শিতের তিব্রতায় ঘর থেকে বের হওয়া দায় । তার পরেও জীবীকার তাগিতে রিক্সা চালাতে হচ্ছে কিন্তু মৃদু হাওয়া আর কনকনে শীতে যাত্রী পাওয়া দুষ্কার । যাত্রী না থাকায় কামাই কম যাওয়ায় সংসার চালানো দুষ্কার হয়ে পরেছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৪/০১/২০২৪