কাজিপুরে ধর্ষণ মামলার আসামি যুবলীগ নেতা আসলাম বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক:
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৪) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে। একই সঙ্গে গোপনে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযুক্ত আলী আসলাম উপজেলার সিংড়াবাড়ী এলাকার বাসিন্দা মৃত শাহ আলীর পুত্র।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪’ডিসেম্বর) বিতর্কিত ওই যুবলীগ নেতাকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ।
ঘটনার সাড়ে ৭ মাস পর রোববার (১০’ডিসেম্বর) রাতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
অন্যদিকে বিয়ের দাবিতে অভিযুক্তের বাড়িতে অনশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার চেয়ে প্রতিকার না পেয়ে ভুক্তভোগী ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এজাহার সূত্রে আরও জানা যায়, যুবলীগ নেতার স্ত্রীর বান্ধবী ভুক্তভোগী নারী। এরই সুবাদে তার বাসায় ওই নারীর যাতায়াত ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। গত ৩০ এপ্রিল বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে কৌশলে বাড়িতে ডেকে এনে তাকে ধর্ষণ করেন আসলাম। বিয়ের প্রলোভনে পরে তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তালবাহানা শুরু করে আসলাম। এ নিয়ে গত ১৭ নভেম্বর আসলামের বাড়িতে অনশনসহ বিভিন্ন বক্তব্য ফেসবুকে প্রচার করেন ওই নারী। পরে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে ওই নারীর নিকট থেকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর ও কোন অভিযোগ নেই মর্মে একটি ভিডিও নেন যুবলীগ নেতা। কাজিপুরের কথিত কিছু সাংবাদিক দিয়ে ভিডিওটি ভাইরাল করার চেষ্টা করে।
এছাড়াও মামলা তুলে নিতে যুবলীগ নেতা ও তার লোকজন নানা ধরনের হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতার কারণে বাড়ি ফিরতে পারছেন না বলে দাবি করে গত বুধবার (১৩’ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত আলী আসলামের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী আরও বলেন,মামলা দায়েরের পর থেকে কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীসহ উপজেলার শীর্ষনেতারা মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন।
ঘটনার পর থেকেই আলী আসলাম পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সঞ্জয় শাহা বলেন, কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এতে করে সংগঠনের সাংগঠনিক সৃঙ্খলা ভঙ্গ হয়েছে। কি কারণে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং কেন তাকে বহিষ্কার করা হবে না তার জবাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী সাত কর্ম দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদন কেন্দ্রে পাঠানো হবে।
কাজিপুর থানার সদ্য যোগদানকৃত (ওসি) শহিদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকে সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত যুবলীগ নেতা আলী আসলামকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।