চৌহালীতে আচরণবিধির তোয়াক্কা না করে স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসের পক্ষে প্রচারণা
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রতীক বরাদ্দের আগে প্রচার-প্রচারনা নিষিদ্ধ থাকলেও সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে প্রচার প্রচারণা ও সমাবেশ করছে নেতাকর্মীরা।
চৌহালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নজির মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ গনি মোল্লার নেতৃত্বে আচরন বিধি লঙ্ঘন করে আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে প্রচার-প্রচারনা করছেন। গত কয়েক দিন ধরে তাদের পক্ষের নেতাকর্মীদের নিয়ে চৌহালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচারণার নেমেছেন। শুক্রবার বিকেলে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ জোতপাড়া গ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাসের পক্ষে নির্বাচনের গণসংযোগ ও সমাবেশে অনুষ্ঠিত হয়। এবিষয়ে জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ গণি মোল্লা বলেন, নির্বাচনী সমাবেশ করা হয়নি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করা হয়ছে। এবিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী আচরণবিধি ম্যাজিস্ট্রেট পরাগ সাহা জানান, কোন প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে সভা সমাবেশ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে