সিরাজগঞ্জের ৬ টি আসনে আওয়ামীলীগের ৪১ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের আওয়ামী লীগের ৪১ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। প্রতিটি আসনেই আওয়ামীলীগের একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন ফরম তুলেছেন।
রোববার (১১ নভেম্বর’১৮) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস বিষয়টি জানা যায়।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সিরাজগঞ্জ ১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে দু’জন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এবং তার ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয়।
সিরাজগঞ্জ ২ (সদর ও কামারখন্দ) আসনে দু’জন। বর্তমান সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা তালুকদার।
সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ১৭ জন। বর্তমান সংসদ সদস্য ম, ম আমজাদ হোসেন মিলন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, শিল্পপতি লুৎফর রহমান দিলু, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাবেক সংসদ সদস্য ইসহাক তালুকদারের ছেলে ইমরুল হোসেন তালুকদার ইমন, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সাখাওয়াত হোসেন সুইট, ডা. আব্দুল আজিজ, সাংবাদিক ড. মিথুন মোস্তাফিজ, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন, মো. মনিরুজ্জামান, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন রায়, সাইদুর রহমান পল, দুলাল খান, আবুল কালাম আজাদ হৃদয়, গোলাম হোসেন সুমন ও আহসান হাবিব সুজন।
সিরাজগঞ্জ ৪ (উল্লাপাড়া) আসনে সাত জন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম ও মমিন সিরাজী।
সিরাজগঞ্জ ৫ (বেলকুচি-চৌহালী) আসনে নয় জন। তারা হলেন- সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল, তার ছেলে আব্দুল মমিন মন্ডল, উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ, অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান, গাজী শফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের ক্রিড়া সম্পাদক মুশফিকুর রহমান মোহন, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন ও আবু বকর সিদ্দিক।
সিরাজগঞ্জ ৬ (শাহজাদপুর) আসনে চার জন। বর্তমান সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার।