কাজিপুরে মহিলা ইউপি সদস্যর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধনও প্রতিবাদ সমাবেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বয়স্ক,বিধবা, প্রতিবন্ধী ও মাতৃকালীন ভাতা কার্ড দেওয়ার নাম প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে (ইউপি) মহিলা সদস্যর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
অভিযুক্ত ইউপি সদস্যা ছনি খাতুন জেলার কাজিপুর উপজেলাধীন সোনামুখী ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য।
মঙ্গলবার (১৪’নভেম্বর) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগীরা বলেন, ছনি খাতুন ইউপি সদস্য হওয়ার পর থেকেই ৭,৮,৯ নং ওয়ার্ডের প্রায় ২’শতাধিক ব্যক্তির নিকট থেকে কার্ড দেওয়ার নিশ্চয়তা দিয়ে অফিস খরচ বাবদ বয়স্ক ভাতা জন্য ৫’হাজার টাকা,বিধবা,প্রতিবন্ধী ও মাতৃকালীন ভাতার জন্য ৬’ হাজার টাকা হারে হাতিয়ে নেয়। পরবর্তীতে ভাতা কার্ড না করে দিয়ে ওই অর্থ আত্মসাৎ করেছেন। এক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও আজ পর্যন্ত কার্ড করে দেননি। টাকা ফেরত চাইতে গেলেও তিনি নানাভাবে হুমকি দিচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে
মানববন্ধনে ভুক্তভোগীরা সংরক্ষিত মহিলা সদস্য ছনি খাতুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ছনি খাতুন মুঠোফোনে জানান, কার্ড পাওয়ার পর খুশি হয়ে কেউ টাকা দিলে সেটা গ্রহণ করি। টাকা নিয়েছি অথচ কার্ড পায়নি ওই সকল ব্যক্তিরা কার্ড আগামীতে পাবে।
এবিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, তদন্তে সত্যতা মিললে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।