কাজিপুরের চর ভানুডাঙ্গায় ন্যায্যমূল্যে সেচের দাবিতে কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গায় ন্যায্য মূল্যে সেচের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে ভুক্তভোগী কৃষকেরা।
রবিবার ১৫’অক্টোবর সকালে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা এলাকার কৃষকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী কৃষকেরা বলেন, বিএডিসি’র (ক্ষুদ্রসেচ) প্রকল্পের এলএলপি সেচ ম্যানেজার চর-ভানুডাঙ্গা গ্রামের বাসিন্দা মৃত আলতাফ সরকারের পুত্র আবুল কালাম বিএডিসি’র নির্ধারিত সেচ খরচ ৬০-৬৫ টাকার পরিবর্তে আমাদের জমিতে পানি সেচ সরবরাহ বন্ধের ভয়া দেখিয়ে জিম্মি করে ডিসেমান প্রতি ১০০ টাকা করে নিচ্ছে। নির্ধারিত সেচ খরচের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সেচ ম্যানেজার আবুল কালাম জমিতে পানি সেচ সুবিধা নিতে ডিসিমাল ১০০ টাকা হারে দিতে হবে মর্মে সাফ জানিয়ে নিয়ে এ সেচ প্রকল্পের আওতাধীন অধিকাংশ কৃষকের জমিতে পানি সেচ সরবরাহ বন্ধ করে দেয়। এ সেচ প্রকল্পের আওতাধীন প্রায় ৮০’বিঘা জমিতে ব্যয়বহুল হওয়া সত্ত্বেও আমরা নিজেস্ব ভাবে ডিজেল চালিত স্যালো মেশিন দিয়ে জমিতে পানি সেচ সরবরাহ করে আসছি। আর এ প্রকল্পের আওতাধীন যে সকল কৃষকদের নিজেস্ব স্যালো মেশিন নেই সেই সকল কৃষক বাধ্য হয়ে ডিসেমাল প্রতি ১০০ টাকা দিয়ে জমিতে পানি সেচ নিলেও সে সকল কৃষকদের জমিতেও পর্যাপ্ত পরিমাণে পানি সেচ দিচ্ছে না ম্যানেজার আবুল কালাম। এমতবস্থায় আমরা সাধারণ কৃষকরা চাষাবাদ নিয়ে চরম বিপাকে পড়েছি।
এ সময় বিক্ষুব্ধ কৃষকেরা ন্যায্য মূল্যে সেচ সরবরাহ নিশ্চিত করতে সেচ ম্যানেজার আবুল কালামের অপসারণ দাবি করে নতুন সেচ ম্যানেজার নিয়োগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ এলাকার অর্ধশতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।