তাড়াশে গুমানী নদীতে পিকনিকের নৌকা থেকে পড়ে স্কুল ছাত্র নিখোঁজ
লুৎফর রহমান, তাড়াশ ঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর এলাকায় গুমানী নদীতে পিকনিকের নৌকা থেকে মহিম (১৬) নামের এক স্কুল ছাত্র পরে গিয়ে নিখোঁজ রয়েছে।
ওই কিশোর পাবনার চাটমোহর উপজেলার চর সেন গ্রাম প্রি ক্যাডেট স্কুলের ছাত্র বলে প্রাথমিক ভাবে জানা।
আজ(১৪অক্টোবর )শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে এ ঘটনা ঘটে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে রয়েছেন।
তাড়াশ থানার ওসি মো.শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। মাইকিং করে নদী তীরবর্তী লোকজনকে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। রাজশাহী থেকে ডুবুরি দল আসলে নদীতে তল্লাশী চালানো হবে।
স্থানীয় লোকজন জানান, চাটমোহর উপজেলার চরসেন বাড়ি প্রি ক্যাডেট স্কুল থেকে শিক্ষার্থীরা নৌকায় গুমানী নদী দিয়ে আত্রাই এলাকায় শিক্ষা সফরে যায়।
ফেরার পথে তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর এলাকায় আসলে নদীতে খেয়া পারাপারের রশি ধাক্কা খেয়ে মুহিম নদী পরে যায়। তাদের লোকজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। পরে পুলিশ কে জানালে তারা ঘটনা স্থলে অনুসন্ধান অব্যাহত রেখেছেন। নিখোঁজ ছাত্র মহিত চাটমোহর উপজেলার বেঙ্গাবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে।
লুৎফর রহমান
তাড়াশ, সিরাজগঞ্জ
১৪.১০.২৩