উল্লাপাড়ায় “এসো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক আলোচনা সভা
উল্লাপাড়া প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ” এসো বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি ” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান হয়েছে । উল্লাপাড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ স্কুলে স্কুলে গিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করছে ।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয় হল রুমে উল্লাপাড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শামসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মুল বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম খোকন, সহসভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ এর কোষাধ্যক্ষ ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুল করিম হীরা, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উল্লাপাড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক জনাব মোঃ মমতাজ হাসান রিটু ।
আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে গান ও কবিতা আবৃত্তি করেন।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১২/১০/২০২৩