তাড়াশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
লুৎফর রহমান, তাড়াশঃ
তথ্য অধিকার সংকটে হাতিয়ার,
সংকটকালে তথ্য পেলে জনগণের
মুক্তি মেলে’ এ শ্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
আজ আজ (২৭শে সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা।
এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, পৌর মেয়র আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার ভূমি খালিদ হাসান, তাড়াশ থানার ওসি (তদন্ত) নুরে আলম, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ।
আলোচনার সভায় বক্তারা অবাধ তথ্য আদান-প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেন।