সিরাজগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক মন্ডলীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক মন্ডলীদের সাথে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর-২০২৩) সকাল ১০ টা হতে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের স্টেশন রোডস্থ এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এর মালাবী বাসভবনে
উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না
এসময়ে তিনি তার বক্তব্যে বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষা বান্ধব সরকার। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার বিনির্মানে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। সব সময়ে মনে রাখতে হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত উন্নত, সে জাতি তত শিক্ষিত , আপনার শিক্ষার্থীদেরকে সু-শিক্ষা দানের পাশাপাশি প্রযুক্তি নির্ভর করার জন্য তাগিদ এবং শিক্ষার্থীদের ভালো খেলা-ধূলা, সাহিত্য-সংস্কৃতির চর্চা করাবেন, কোন শিক্ষার্থী যেন রাত জেগে অযথা মোবাইল ফোন ব্যবহার না করে সে জন্য নিষেধ করবেন। বাল্যবিয়ে বন্ধে নিরা উৎসাহিত করবেন,সন্ত্রাস,মাদক, জঙ্গিবাদ, ইভিটিজিং সহ সকল ধরনের অপরাধ কর্মকান্ড বন্ধ’র জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি বক্তব্যে আরো বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আপনাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করা সহ বেসরকারি মাধ্যমিক স্কুল এবং কলেজগুলোকে এমপিভূক্ত করণ করেছেন। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন বহুতল ভবন নির্মাণ করেছেন। রাস্তা- ঘাট ব্রীজ, নতুন নতুন ভবণ নির্মাণ করা সহ সিরাজগঞ্জে এম. মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নির্মাণ, ২৫০ শয্যাবিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণ করা, মেরিন টেকনোলজি, আইএমটি, টিটিসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন করা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতা অধিষ্ঠিত করতে হবে। সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করছি।
এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজে’র অধ্যক্ষ মোছাঃ খাদিজা পারভীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলার শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসেবে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উত্তরণ মহিলা কলেজ নতুন ভাঙ্গাবাড়ী সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, এস.বি.রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, গৌরি আরবান বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, রহমতগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, রাণীগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির খসরু, কওমী জুট মিলস লিমিটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, খাতুনে জান্নাত দাখিল মহিলা মাদ্রাসার সুপার মওলানা মোঃ শহিদুল ইসলাম সহ কামারখন্দ উপজেলার ইছামতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সম্পা রহমান ( কামারখন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান) বক্তব্য রাখেন।
এসময়ে উপরোক্ত উল্লেখিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ কর্মচারীরা উপস্থিত ছিলেন