কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ ৩’জনকে কারণ দর্শানোর নোটিশ
নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (প্রাথমিক শিক্ষা) রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক শেখ মোঃ রায়হান উদ্দিন গত ১৮’জুলাই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শিক্ষা অফিস পরিদর্শনে এসে নানা অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করা সহ ৬’টি বিষয় উল্লেখ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আগামী ৩০’জুলাই এর মধ্যে উল্লেখিত বিষয়গুলোর সন্তোষজনক ব্যাখ্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরনের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী বিভাগীয় উপ পরিচালক শেখ মোঃ রায়হান উদ্দিন স্বাক্ষরিত স্মারক নং ৩৮.০৫.৮১০০.০০০.০২.০০২.২১/১২৯৭/৬ এ ২০’জুলাই প্রেরিত পত্রের মাধ্যমে জানা যায়, পরিদর্শনের সময় কাজিপুর উপজেলা শিক্ষা অফিসে মনিটরিং বোর্ডের তথ্য হালফিল না থাকা, গত ২৭’অক্টোবর ২০২১ইং তারিখের পর থেকে ক্যাশ খাতা হালফিল না রাখা সহ ৬’টি ত্রুটি, উপজেলা রিসোর্স সেন্টারে আঙ্গিনা অপরিষ্কার, অফিসের বিভিন্ন রেকর্ডপত্র সঠিক না থাকা সহ ৫’টি ত্রুটি ও আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে বিদ্যালয়ের আঙ্গিনা অপরিষ্কার থাকা, ২’য় ও ৫’ম শ্রেণির ভর্তি রেজিস্ট্রার সঠিক না থাকা, অনুপস্থিত শিক্ষার্থীর ঘরে কালো কালিতে এন্ট্রি থাকা সহ ৯’টি ত্রুটি সহ মোট ২০’টি ত্রুটি ধরা পড়ে। এবিষয়ে কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বিভাগীয় উপ পরিচালক মহোদয় অফিস পরিদর্শনে এসে মনিটরিং বোর্ডের তথ্য হালফিল না থাকা সহ কয়েকটি বিষয়ে ত্রুটির কথা উল্লেখ করে সন্তোষজনক জবাব চেয়ে নোটিশ দিয়েছেন। রাজশাহী বিভাগীয় উপ পরিচালক (প্রাথমিক শিক্ষা) শেখ মোঃ রায়হান উদ্দিন নোটিশ প্রেরণের বিষয়টি নিশ্চিত করে জানান, কাজিপুর উপজেলা শিক্ষা অফিস, উপজেলা রিসোর্স সেন্টার ও আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে বেশ কিছু বিষয় ত্রুটি পরিলক্ষিত হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের সন্তোষজনক ব্যাখ্যা প্রেরনের নির্দেশ দেওয়া হয়েছে।