সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়কে স্মার্ট বিদ্যালয় হিসেবে ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়কে স্মার্ট বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ( ১৮ জুলাই ২০২৩) সকাল ১০ ঘটিকার সময় হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্মার্ট বিদ্যালয় ঘোষণা ও শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাএীদের স্মার্ট স্পান্স কার্ড ও স্মার্ট বিদ্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন, সিরাজগঞ্জ সদর কামারখন্দ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, ডেপুটি ম্যানেজার এডুম্যান রবিউল সিদ্দিক রবিন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ শামীম আরা, সহকারি শিক্ষক শামীম আরা লাজ, প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি, সিরাজগঞ্জ সদর কামারখন্দ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ও স্মার্ট শিক্ষার্থী হিসেবে গড়ে উঠতে হবে।, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক ও কলেজে পর্যন্ত ল্যাপটপ দিচ্ছেন। এর অংশ হিসেবে এই বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থীদের কে ল্যাপটপ প্রদান করা হয়েছে। আগামী প্রজন্মকে স্মার্ট প্রজন্ম হিসাবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সফল পদক্ষেপে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোলমডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
এছাড়াও হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ বলেন, ছাএীদের স্মার্ট স্পান্স কার্ডের মাধ্যমে তাদের নিয়মিত উপস্থিতি সংখ্যা। এছাড়া তারা কখন স্কুলে আসলো কখন চলে গেল। এগুলো, আমরা সহ সকল অভিভাবকরাও জানতে পারবে।