বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ায় পাঠদান ব্যাহত
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রাতের আঁধারে অজ্ঞাত একজন তালা ঝুলিয়ে দিয়েছেন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসার পর এ ঘটনা দেখতে পান শিক্ষাকেরা। এতে দুপুর পযন্ত ওই বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকে।
এলাকাবাসী ও শিক্ষাকেরা জানান , দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি নিয়ে সাবেক সভাপতির সাথে দ্বন্দ্ব চলছিল। গতকাল বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন হয়। আজ সকালের বিদ্যালয়ের অফিস কক্ষে তালা ঝুলতে দেখা যায়। অফিস কক্ষে প্রবেশ করতে না পাড়ায় দুপুর পযন্ত বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মির্জা আনিস জানান, সকালে জানতে পারি কে বা কাহারা বিদ্যালয়ের অফিস কক্ষে তালা মেরে রেখেছে। আমি তাৎক্ষণিক উপজেলা শিক্ষা কর্মকর্তা ও থানায় বিষয়টি অবগত করি পরে পুলিশ এসে সবার উপস্থিতিতে তালা ভেঙে পাঠদানের ব্যবস্থা করে।
চৌহালী থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে পাঠদান সচল করতে তালা ভেঙে ফেলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।