চেয়ারম্যানের উপহারের ছাগলই হলো গ্রামের একমাত্র কোরবানী
লুৎফর রহমান,তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নের খোদবাড়ী গ্রামের মানুষের ঈদুল আজহার একমাত্র কোরবানীর সম্বল চেয়ারম্যানের দেয়া উপহারের দু’টি ছাগল। এবছর ঈদুল আযহায় গ্রামে ৪৫ পরিবারের কেহই কোরবানী না কিনতে পারায় চেয়ারম্যান তার নিজস্ব তহবিল থেকে ৩৩ হাজার টাকা দিয়ে ২টি ছাগল কিনে উপহার হিসাবে গ্রামের মাতব্বরদের হাতে তুলে দেন। ছাগল দুটি পেয়ে গ্রামের লোকজন মহাখুশি।যেন আজই তাদের ঈদ।
তালম ইউনিয়নে ২৭টি গ্রাম এরই মধ্যে একটি গ্রাম খোদবাড়ী সেই গ্রামের ৪৫ পরিবারের বসবাস। আর্থিক অনাটনে এবছর কেহই কোরবানী পশু কিনতে পারে না এ খবর শুনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল খালেক গরীব দুঃখী অসহায় মেহনতি মানুষের কথা চিন্তা করে ৩৩ হাজার টাকা দিয়ে দুই ছাগল কিনে খোদবাড়ী গ্রামের ফরিদুল, আবুল কালাম ও আব্দুল মান্নানের হাতে তুলে দেন ।
এ সময় উপস্থিত ছিলেন তালম ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো. বেলাল হোসেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. নাজির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী নেতা মজিবর রহমান,বাবলু মিয়া সহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাগল দুটি পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন গ্রামের সাধারণ মানুষ।