উল্লাপাড়া

উল্লাপাড়ায় রথ যাত্রা উৎসব

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

মহা আনন্দ উৎসবের মধ্যদিয়ে মঙ্গলবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রথযাত্রা উৎসব ২০২৩ উদযাবিত হয়। বিকেলে শ্রী শ্রী গোপাল জিউ মন্দির অঙ্গনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব অতুল সরকার।

উল্লাপাড়া পূজা উৎযাপন পরিষদ আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ সচিব এস এম জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম, পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ এবং উল্লাপাড়া হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত নন্দী।

এর আগে উদ্বোধক অতুল সরকারকে গোপাল জিউ মন্দিরের রুপার চাবি, রাধা কৃষ্ণের যুগল মূর্তি এবং জগন্নাথ দেবের মূর্তি উপহার হিসেবে তুলে দেন হিন্দু ধর্মীয় নেতা গৌতম দত্ত, সুজিত ঘোষ ও দুলাল সাহা। পরে অতুল সরকারের সঙ্গে রথের রশি টানায় অংশ নেন উৎসবে আগত সর্বস্তরের হিন্দু নারী পুরুষ। গোপাল জিউ মন্দির থেকে রথটি ঝিকিড়া কালীবাড়ী পর্যন্ত টেনে নেওয়া হয়।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২০/০৬/২০২৩