উল্লাপাড়ায় ট্রাক-অটো রিক্সা সংঘর্ষে নিহত-১ আহত ৫
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক- অটো রিক্সা সংঘর্ষে মোহাম্মদ আলী শেখ(৪২) নামের এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছে । আহতরা সবাই অটো রিক্সার যাত্রী । শনিবার বেলা ১২টার দিকে বগুড়া -নগর বাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা চৌকিদহ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে । নিহত মহাম্মদ আলী শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামের মোকছেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিক্সাটি হাটিকুমরুল থেকে উল্লাপাড়া যাচ্ছিল এবং ট্রাকটি বিপরীত দিক পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিলো । চৌকিদহ সড়ক সেতুর পাশে অটো রিক্সাটি একটি অটো ভ্যানকে ওভারটেক করার সময় এই দূর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে ।
ঘটনার পর পরই হাইওয়ে থানা পুলিশ, উল্লাপাড়া থানা পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায় । হাসপাতালে নেয়ার পথে মোহাম্মদ আলী শেখ মারা যায় ।
মোঃ আব্দূস ছাত্তার
উল্লাপাড়া সিরাজগঞ্জ।
২৭/০৫/২০২৩