সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে ধান মাড়াই ও খড় শুকানোয় ঘটছে দূর্ঘটনা

 

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট-বড় সকল রাস্তাই এখন কৃষক-কৃষাণীর দখলে। অধিকাংশ রাস্তাগুলোর উপর ধান মাড়াই, ধানের খড় শুকানোসহ খড়ের গাদা তৈরি করা হচ্ছে। এতে সংযোগ সড়কগুলো সংকুচিত হয়ে ছোট-বড় যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়েছে। আর ধান ও ধানের খড়ে একাকার হয়ে আছে রাস্তার দুই-তৃতীয়াংশ জায়গা। ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ।

সরজমিন গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়,
সদর উপজেলার হরিণা পিপুল বাড়িয়া বাজারের উত্তর থেকে গোবিন্দ পোটল, বয়রা-ভেন্নাবাড়ি, একডালা, মহিষামুড়া পর্যন্ত শহীদ এম মনসুর আলী রোডের দু’পাশ ও বিভিন্ন সংযোগ সড়কগুলো দখল করে সড়ক গুলোকে মাড়াইয়ের কাজে বাড়ীর উঠানের মতো ব্যবহার করছে কতিপয় কৃষক।
এমনকি বিভিন্ন ব্রিজের প্রবেশপথে খড়ের গাদা তৈরি করে চলাচলে চরম সমস্যার সৃষ্টি করেছে স্থানীয় কতিপয় কৃষক-কৃষাণীরা। এ সড়ক গুলোতে চলাচলকারী চালকেরা গাড়ী চালাতে গিয়ে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কায় থাকেন।
এসব এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এ সকল সড়ক দিয়েই স্কুল-কলেজে যাতায়াত করছে।

এসকল সড়কের ট্রাক, বাস, সিএনজি, প্রাইভেটকার, অটোরিক্সা, ইজিবাইক, মোটরসাইকেল, বাইসাইকেল চালকেরা জানান, সড়কগুলোর বিভিন্ন জায়গায় অনেক উঁচু করে ধান ও ধানের খড় রাস্তায় বিছিয়ে রাখা হচ্ছে মাড়াই ও শুকনোর জন্য।
যানবাহন চালানোর সময় সামান্য ব্রেক করলেই চাকা পিছলে যায়। ওভারটেক করতে গেলে দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়ে। তিন চাকার যান রাস্তায় উল্টে যায়। মালবোঝাই গাড়ীর নিয়ন্ত্রন রাখা কঠিন হয়ে পড়ে।

 

চালকেরা আরও জানান, সড়কে ধানের খড় শুকানোয় গাড়ির চাকা যেমন এলোমেলো চলছে তেমনি প্রচন্ড ধুলা ও খড়কুটায় সাধারন মানুষের শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে। আর সামান্য বৃষ্টি হলেই সড়কে পড়ে থাকা অবশিষ্ট অংশ পঁচে ভয়াবহ পিচ্ছিল আকার ধারন করে।

একাধিক পরিবহনের চালক ও পথচারিরা জানান, এসমস্ত কাজ নিষেধ করতে গিয়ে স্থানীয়দের সাথে কথা-কাটাকাটি এমনকি তাদের হাতে মার খাওয়ার মতো ঘটনাও ঘটেছে।

এ ব্যাপারে সড়কের আশ-পাশের কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, সড়কে ফসল মাড়াই ও শুকানোয় কোন সমস্যা হচ্ছে না। আর পাকা রাস্তায় ফসল মাড়াই করা ও শুকানো খুব সুবিধা। এতে গাড়ির চাকায় দ্রুত মাড়াই হয়ে যায়। শুকানোও যায় খুব দ্রুত।