উল্লাপাড়া

উল্লাপাড়ায় বিয়ের চাপ দেয়ায় ফেসবুকে নগ্ন ছবি প্রেমিকার।

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

উল্লাপাড়ায় বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের মাধ্যমে শারীরিক সম্পর্ক গড়ে আপত্তিকর ছবি তোলে । প্রেমিকের প্রতিশ্রুতি অনুযায়ী প্রেমিকা বিয়ের প্রস্তাব দেয় । প্রেমিক তা প্রত্যাখান করে ওই আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে তা ভাইল করা হয় । এ বিষয়ে প্রেমিকা উল্লাপাড়া মডেল থানায় প্রেমিক মোঃ জাকির হোসেনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন ।
অভিযুক্ত মোঃ জাকির হোসেন(৩০), উল্লাপাড়া সদর ইউনিয়নের চালা গ্রামের আবুল হোসেনের ছেলে।

প্রেমিকার লিখিত অভিযোগে জানা যায়, প্রায় দুই বছর আগে ফেসবুক ও ফোন আলাপের মাধ্যমে জাকিরের সংগে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে । প্রেমিক জাকির হোসেন তার প্রেমিকাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় । জাকির তাদের ওই অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি তার মোবাইল ফোনে ধারণ করে রাখে । গত ৭ দিন ধরে প্রমিকা জাকির হোসেনকে দ্রুত বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করলে তাদের মাঝে মনোমালিন্যের তৈরি হয় । এর মাঝে আবার জাকির প্রেমিকার সাথে পূর্বের ন্যায় শারীরিক মিলনের প্রস্তাব দেয় । জাকিরের প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু লগ্ন ছবি ফেসবুকে ছেড়ে দেয় এবং বাড়ি থেকে পালিয়ে যায় । ফেসবুকে ছেড়ে দেয়া সেই সব নগ্ন ছবি প্রেমিকার পরিবার ও এলাকার লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে লজ্জায় ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন প্রেমিকা ।
কোন উপায় না দেখে জাকির হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গত শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন ।
প্রেমিকার বাবা গণমাধ্যমকে জানান, তার মেয়ের নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করায় তাদের সম্মানহানি হয়েছে। সমাজে মুখ দেখানো তাদের জন্য দুরূহ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তারা জাকিরের পরিবারের সঙ্গে তার মেয়ের বিয়ের ব্যাপারে কয়েক দফা আলোচনা ও অনুরোধ জানিয়েছেন। কিন্তু অভিযুক্ত জাকিরের পরিবার বিয়েতে রাজি হয়নি। বরং থানায় তার মেয়ে অভিযোগ দেওয়ার পর থেকে জাকিরের পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের লোকজনকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত জাকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে জাকিরের বাবার সঙ্গে কথা বলতে চাইলে, তিনিও রাজি হননি।
তবে জাকিরের চাচাতো ভাই আবু হানিফ বলেন, ‘পরিবার জাকিরের কর্মকাণ্ডের দায় গ্রহণ করবে না। মেয়ে পক্ষ যেহেতু আইনের আশ্রয় নিয়েছে, সে ক্ষেত্রে আইনে জাকিরের যা হয় তাই হবে।’ তবে বর্তমানে মেয়ে পক্ষকে হুমকির বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক(তদন্ত) মোঃ এনামুল হক বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’

 

ছবিঃ প্রতীকী

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০৭/০৫/২০২৩